Friday, November 20, 2015
ঝুরোকবিতা সিরিজ
(৪৩)
কাঁচুলিতে লাগল টান রূপবতী বউ আমার
হাতে হাতসাফাই পায়ে পায়াভারী
নতুন জল টপকাতেই বেজে উঠল সানাই
এখন একটা মন্ত্র একটানা গুনগুন একটানা
যার যেমন সম্বল তার তেমন আলিশান
কুবোপাখি বলে গেল আশ্বিনের কুবলয়ের কথা
উত্তরের শীতে এবার নামবেই নামবে
শীতবুড়ির আদরের নৌকাবিহার
(৪৪)
জলাধারের গা ছুঁয়েই পানের বরজ
কুসুম সন্ধ্যায় এখানেই গান গেয়েছিল সন্ধ্যাতারা
সতরঞ্চির দোহাই তোমাকে আর দেওয়া গেল না সাধের আসন
রূপকথার বুড়ো বেহালা বাজায় মঙ্গলের দাওয়ায়
এ কেমন রূপের বাহার আহা মরি মরি সুমিতাসুন্দরী
ধান ভানতে বসে নিবিড় চাষের আখ্যান
অথচ দেখা তো হলো না আর
দেখা কি হবে আর
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment