হাত ওঠাও।
যেন ঘোড়ার নাল হয়ে যাচ্ছে—
যেন।টাওয়ার।
যেভাবে।সুতো।ও ঘুড়ি।
ইনবক্স জ্বলছে।
বাক্সবন্দী না বাঘমন্দির।
খেলা খেলা একটা উঠোন বদমাশের নাম।
দে-দোল।
দোল। দে।
টম।
এন্ড জেরী।
মার্কামারা কিছু ক্যাথোড
অ্যানোডের চামড়াচর্চা
ভিতর থেকে একমুঠো তেজস্ক্রিয়
সারাদিন চেয়ে চেয়ে অন্ধ হয়ে গেল
হার্বার্ট স্পেনসার। গতিশীল ও মন্থর।
এককথায় এসমস্ত
মিউট্যান্ট নামে পরিচিত।
?।
একজন রাশি।
a b c .. x y z।
স্থান পরিবর্তন হয়।
+ - × ÷
#
'='-র < > বিস্তৃত জমি
শুনশান \__-এ পড়ে থাকে
সোঁদা গন্ধ শ্মশান
একমাত্র cube-র কথা বলে।
একটা সত্যি। √।
একটা মিথ্যে।√।
অনেকগুলো হতে গেলে
একা একটা একজন হতে হয়।
একডজন তাহলে—×|
ভিতরের চাপ।
বাইরের চাপ।P।
আয়তন। মৌলিক। নয় যৌগিক।
তবু সমীকরণ কারকে
টেনশন্ থাকে।
একা একজন রিষা।
একজন একা চুমকী।
বেড়া।ভেঙেছ না টপকে।
তবুও আলো হাত নেড়ে গেল।।।।।
This comment has been removed by the author.
ReplyDeleteবিদুওলজি...যেন একটা বিবর্তনবাদ নিয়ে আসার আকুলতা রয়েছে।
ReplyDelete?... চতুষ্কোণ থেকে উত্তরণ।
বাকি গুলো, বেশ অন্য মাত্রার .
ভালো লাগলো
Onnorokom. Sahosi kobi.👍👍
ReplyDeleteBrave
ReplyDeleteসাহস। শক্তি পেলাম
ReplyDelete