Friday, November 20, 2015
ঢং ঢং ঢং
১
খসে পড়ছে
আর উবে যাচ্ছে বলে ধরা পরছে না বদলে চলেছে সিনারি তোমাকেও ঢুকে পড়তে হচ্ছে জানি এবং কখনোই
লাগসই নয় বেখাপ্পা কোনরকমে
ঝুলে চেপে ও চুপে
এই রুদ্ধশ্বাস তোমাকে নিয়ে
চলেছে দারুণ অভিযানে যেখানে
তুমি যুগপৎ শিকারি ও শিকার
এখানে দাঁড়ানো বা দাঁড়ি
হয় না তাই গতি ও ব্যালেন্স
অতএব তুমিও নটরাজ শুধু
তোমাকে ধ্যানস্ত দেখি না কখনো
২
যে সব ডলফিনদের আত্মহত্যা থেকে ফিরিয়ে দেওয়া গেলো তাদের কথা আর ভাবতে পারি না বাঁচার অধিক ছলনা সভ্যতা হয়ে আছে কতরকম হজমিগুলি এই প্রচন্ড সহ্য কে সাধারণ করেছে করে চলেছে কত ছলে আর কৌশলে এখন শুধু সেই কথাই ভাবি
৩
আর কবিতা লিখি না যা খুশি ইচ্ছা খিল্লি করি কবিতার হাত মচকে দিয়ে বলি ছেনালি রাখো কচি ছেলেদের মাথা খেতে এ তল্লাটে যেন আর না দেখি কবিতাকে ভাগিয়ে দিয়েছি বলে আক্ষেপ নেই বরং এই তো পেয়েছি
৪
শ্রাবনের বর্ষার দিনে যতই রাধারানি মনে হয় তবু একটি বাক্যও লেখা গ্যালো না ঝাপসা ঝাপসা ভেসে যাচ্ছি ঐতিহাসিক বিতর্কগুলো চাপা পড়ে আছে আর অন্যান্য সব প্রসঙ্গ ভুল করে ঢুকে পড়ে আটক হয়ে যাচ্ছে কোন এক কানাগলির গর্তে বা গিঁটে সত্য-মিথ্যের টোপর খুলে শুধু সেকথাই বলছি এখন নিজেই শুনবো বলে
৫
অনুপম লিখছে
অনুপম লিখছে অনুপম লিখছে ফাঁকা রাখছি পড়ছি আবার ফাঁকা রাখছি এই লাখে এক খেলা আর
অনুপম আমার ফাঁকা গুলোয় কখন এসে দাঁড়ি বসিয়ে দিয়ে গেছে আমি এবার কিভাবে খেলবো
Subscribe to:
Post Comments (Atom)
৫,১,৩...খুব ভালো লেগেছে
ReplyDelete