Friday, November 20, 2015
বৈরাগী
হে
আমাকে
অন্ধকারে বসিয়ে রেখে
কোথায়
গেলে বৈরাগী হে!
হাঁসেরাও
ঘরে ফিরে গেল
আর
আমি এই বুনো জঙ্গলের মাঝখানে
অজস্র
শেয়ালের চোখের ভেতর
বসে
রইলাম।
তুমি
বলেছিলে তোমার দেশে নিয়ে যাবে
যেখানে
খড়ের মাচায়
সবুজ
লাউয়ের মতো সুখ,
দাওয়াজুড়ে
অপার জোৎস্না।
হাঃ!
তুমিই
এখন হয়তো মাঠের মধ্যে
মুখ
থুবড়ে ঘুমিয়ে আছো,
আর
তোমার একতারার ছেঁড়া তারগুলো
মেঠো
হাওয়ায় নড়ছে শব্দহীন।
চারপাশে
অস্থির দাঁতের করাত ঠেলে
এবার
আমি ফিরব কী করে,
ঘাসে
ঢেকে যাওয়া পথ
আমি
চিনব কী করে
কি
করব এখন বলে দাও হে বৈরাগী!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment