Friday, November 20, 2015
বুদবুদ নিয়ে আধুনিকা বালিকার খেলা, শৈশবের আমোদ, সেযুগেও ছিল ... এযুগেও তার জনপ্রিয়তা একবিন্দু করেনি।
মেটে ছাই রঙের পশ্চাদপটে বাজারি ক্যালেন্ডার
শোভা পাচ্ছে, আরামকেদারায় অর্ধশোয়া অবস্থায়
শিল্পী কোলে একটি বই ... অবসর জীবনের বিনোদনে আর পানাহারে ব্যস্ত শিল্পীর তির্যক
আত্মপ্রতিকৃতি নির্মাণ।
লৌকিক রূপকল্পের সঙ্গে
উত্তর-অভিব্যক্তিবাদের মিশ্রণের উজ্জ্বল উদাহরণ এই ছবিটি। আপাত নিরীহ সাপুড়িয়া
ততধিক নিরীহ এক চিমটে দিয়ে সাপের বিষদাঁত ভাঙছে। অ্যাক্রিলিকে আঁকা ছবিটি এককথায়
অনবদ্য। পশ্চাদপটের লাল রঙ ভীতু/দূর্বল
সাপটির যন্ত্রণার সঙ্গে একাত্মায় দৃশ্যমান।
পৃথুলা মধ্যবয়সী বাঙালী নারীর
দ্বি-প্রহরিক বিনোদন চিত্র। সামনে পানের বাটা, দৈহিক সম্পদ আর স্বর্ণালাংকারে সমৃদ্ধ, হাতে যাঁতি। সহজ-সরল রূপনির্মাণ।
Subscribe to:
Post Comments (Atom)
দারুণ বিশ্লেষণ, বিশেষ করে বুদবুদ্
ReplyDelete