Friday, November 20, 2015
সুখ থেকে মাত্র এক ট্যাবলেট
দূরে, তুমি
একটা হাইফেন, সুচের ইয়ার্কি
এও কি সম্ভব
যেখানে ব্লেড আর চামড়ার
ঠিক মাঝখানে
শারদীয়া টাঙানো
তুমি তো তাকেও ছাপিয়ে নিয়েছ
জামায়
ওয়ালপেপারে, তাহলে
মা-ডাকের পর যে বেমিশাল ছাই
তার নাম কী
তুমি তো জানো
সাবধান কোনো চালের উত্তর
পুরুষ নয়
তবুও সবুজ পর্দা
তোমার অপেক্ষা টাঙিয়ে দুলছে, অথবা
সিঁথি জুড়ে কারো হেঁটে
গেছো সোজা
মাইল মাইল...
সাদা ভোর আর কুয়াশা ভাঙতে
ভাঙতে...
মনে পড়ছে না তোমার
শুশ্রূষা ছেটাচ্ছে পা, নার্সের
সুচ থেকে লাল বিমূর্ত এক
সুতোর লাফ কি
তুমিই, তোমারই
আরোগ্য লিখে রাখছে
অসুখ থেকে মাত্র এক হাসপাতাল
দূরে তুমি
প্রতিদিনই সাইকেলের পাশ
থেকে যে
সরে সরে যাচ্ছে
Subscribe to:
Post Comments (Atom)
রিপনদার কবিতা অনেকদিন বাদে পড়লাম। দারুণ লাগল। আপাতত। বাকী পরে বলব।।
ReplyDeleteবেশ ভালো লাগল
ReplyDelete