• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, November 20, 2015

নীলাব্জ চক্রবর্তী

ভাষাহীনতার সিরিজ


ঘাসের ভেতর চলে যাচ্ছে বিকেলের মরচে
লিরিকের ভূত
চেপে আছে কাদের কাহাদের
ছিঁড়ে                 আমি ফেলছে
ঐ ধূসর সিনট্যাক্স
ছিপি ঘুরিয়ে ঘুরিয়ে
স্নায়ু                   দেখছে
কাতর পরিসর জুড়ে
দুধের বোতাম ঝরে যাওয়া
বাকলের গায়ে লেগে
কাঠের সাদা স্মৃতি
এভাবে
জল ভিজে যাচ্ছে
ক্যামেরায় এসে...

* # * #

দূরের আয়না থেকে
সরে যাওয়া অতো দূর নয়
প্রিয় মেজর অ্যাক্সিস
দেখছি
বারবার এসে বসছে
জিরাফভাবনার গায়ে
টিজ করছে
প্রস্তাবিত ছায়াবদলের কথা...

* # * #

আমাদের ভেতর ভেতর এক এভিনিউ
দুধারে বড় হয় হরফ পোড়ার গন্ধ
আমাকে দেখুন লেখা
সেলফি-জোন ওগুলো

কমলার বন থেকে নাভি ওড়ে খুব
ওভারল্যাপ করে
আর তার লোকাসের
স্পর্শক বরাবর জ্যা বরাবর
দৃশ্যগুলো ছিটকে ছিটকে পড়ে
এই মিতিবোধ
খুলে নেয় তোমার ভুল বানানের ডানা
আর আমি ওই সিনট্যাক্স খেয়ে ফেলি
উৎসব বদলে গেলে
ওখানে আমরা ফেব্রুয়ারি

ক্লোজ-আপ নিচ্ছি
আর ফ্যানাগুলো ফিরে যাচ্ছে বোতলে...

* # * #

দরজায় গড়িয়ে আসছে
কার স্বপ্ন
দূরত্ব বজায় রাখুন বলতে বলতে
যেভাবে শব্দ পড়ে যায়
ফ্রিজ খুলে
আমরা দেখে নিই
হেমন্তকালের ফ্ল্যাশব্যাক আর স্যালারি স্লিপ...

* # * #

ছাপার অক্ষরে
টুকরো টুকরো আয়না
অথচ পারদের ভেতর ঘুমিয়ে যাওয়ার সবটা
ফিরিয়ে দিচ্ছে
হলুদ রেললাইন
অ্যাতোসব ক্রিয়ার মাঝখানে বসে
আজ আর কবিতা শুনতে চেয়ো না

* # * #

গাছকে ব্যাকরণ ভাবছি
আর বলছি
আমাকে শ্রেণী দাও
অথচ তখনও অবধি বিন্যাসের কথায়
আমরা জানতাম
আসবাব শব্দের গায়ে
জড়িয়ে যাওয়া শীত
ব্যাকট্র্যাক
ছায়ার ভেতর চলে যাওয়া বাসি উপমা
যে পাতায় গ্রহণ
যে সাদা বাল্বের ভেতর থেকে
একটা দিন তাকিয়ে আছে
প্রিয়তম মাস
একটা ঋতুর নামে পাথরের রাস্তা
যেখানে রেখেছে...

* # * #

এভাবে ভাষার কাছে আসি
চাইলেই খিদের কথা লেখা যায় না
ম্লান অভ্যাসগুলো পেরিয়ে
বাই বাই ছায়া
বুবলাই থেকে একটা হাঁসপুকুর উড়ছে
এই রুফটপ

এই স্নায়ু খুলে রাখছি...


My Blogger Tricks

7 comments:

  1. অনেকদিন পর দারুণ লাগল

    ReplyDelete
    Replies
    1. মন্তব্যের জন্য ধন্যবাদ মানস বাবু... আমারও ভালো লাগলো...

      Delete

  2. নীলাব্জ চক্রবর্তী ভাল লাগল...শুভেচ্ছা..
    নভেরা হোসেন
    ঢাকা..

    ReplyDelete
    Replies
    1. আরে... ধন্যবাদ ধন্যবাদ... :) ভালো থাকবেন... মন্তব্য পেয়ে ভালো লাগছে...

      Delete
  3. দীপঙ্কর দা... ধন্যবাদ... :) ভালো লাগছে... ফুটিফাটা হয়ে আছি নানাবিধ কারণে... লেখা ফেটেছে হয়তো সে কারণেই...

    ReplyDelete