Friday, November 20, 2015
আলু
‘কিন্তু আলু না খেয়ে
আমি তো বাঁচতে পারবো না, রমা...’
গোপন
কথোপকথন
দৃশ্য
সবশেষে সাদাকালো সুচিত্রা-উত্তম
কারও
কোনো অসুবিধা হয় না
তখন
আকাশজুড়ে মেঘ; বৃষ্টি হবে হবে
হাওয়া
বইছিলো
‘আমি কিন্তু শুনেছি,
আপনি সুচিত্রাকে কথাটা বলে ফেলেছেন’
আর
আমি তখন নিশ্চিতভাবে মায়ের পেটে; অবশ্য
খুবই
তক্কে তক্কে ছিলাম; তাই বোধহয় চোখ বুজেই
কথাটা
শুনতে পেয়েছি
তারপর’
কত আলোকবর্ষ। তারপর’ কত যে হর্ষধ্বনি
তারপর’
কত কুমার কত উত্তমের পাতে আলু না-দেখতে দেখতে
সেনবংশের
কত বনলতা কত সুচিত্রা
মরে
ভূত হয়ে গেল
চাঁদের বিছানা
আমি
গৌনমানুষ। সে যৌনচেতনা
অক্ষর
আর কতদিন মৌনব্রত পালন করবে
হু
হু করে কাঁপছে
প্রাপ্তবয়স্ক
শরীর-প্রতিযোগিতা
মুখে-মুখে
জ্বর; চাঁদের রান্নাঘর
পুরস্কার
সরু বেগুন; তারপর’ তেলঝালহলুদ
এবং
যথারীতি নুন;
সঙ্গে
পোস্তবাটা বা সর্ষে
মনে
পড়ে যাবে, হে চাঁদ, রান্নাঘরে মনে পড়বেই
তোমার
বিছানা এখনও ভারতবর্ষেই
Subscribe to:
Post Comments (Atom)
আলু, ভালো লাগলো
ReplyDelete