Friday, November 20, 2015
উপহার
আশ্বিন মাস পরিষ্কার করে চোখ।
শুন্য দেওয়ালে জুতো।
ভাঙা কাঞ্চনজঙ্ঘা।
চেয়ার-টেবলকে নাম ধরে ডাকে গাড়ির
হর্ন।
এখানে আমিই
একমাত্র অভিনেতা।
একমাত্র কচ্ছপ।
ব্লটিং কাগজে খোলামেলা আঙুল।
কিছুটা দুঃখ।
সা-রে-গা গাইছে লোফালুফি।
কাচের চুড়ি পেনড্রাইভে।
মরচে লাগা চাবি। খুলি টিয়াপাখি।
খুলি চিন্তা ভাবনা। তেরচা রোদ।
দিই পাশের বিছানায় শুয়ে থাকা
স্বরবর্ণকে।
সাহচর্য
অজানা ভাষা। কথা বলে অক্টোবর।
নামলো কাঠবেড়ালির সেতু।
নীল প্যান্টি।
সামনে হাঁটু মুড়ে বসে বনাঞ্চল।
ভালোবাসা।
বাদামি রুটি।
বহন
করছি শেষ দেখা।
এফিডেবিট হল জলবিভাজিকা।
রক্তমাখা বটি।
কাঁটাচামচ দিয়ে
জড়ো করেছিলে সবুজ প্লেটে স্বপ্ন।
খুলে যায় সন্ধ্যালাগা সারসের
সাত-সতেরো।
তুমি পরম মমতায়
জিভে বুনে দাও
স্বস্তিকা। থুতু দিয়ে জোড়া চিঠি।
বর্জন
ভালোবাসা ট্যাটু মোছে শরীরের।
হরিষ দস্তাবেজ।
ক্ষতি
ও ক্ষতিয়ান।
নামলো জলে।
কয়েকটি ড্রোন উড়তে উড়তে
মানুষের মগজ খাচ্ছে।
রূপোলি রেখাগুলিও।
মিথ্যা তোমায় খায় অনেকটা।
গুঁড়ো সাবান হয়তো কাজে লাগবে।
কয়েক শব্দ আখতারি বাঈ।
দুঃখী ডাকবাক্স।
খোলামকুচি জীবন নিয়ে তার হাতছানি।
সময় পুড়িয়ে তাকে
বিসর্গ ও আলো দিই।
Subscribe to:
Post Comments (Atom)
বর্জন..খুব ভালো লেগেছে
ReplyDelete