Friday, November 20, 2015
এক
ছায়াপথে পালিত গাধারা
যথাসাধ্য ডেকে ওঠে। উচ্ছন্নে যাওয়া কান নাড়ায়। তার প্রতিবেশী ক্ষোভের সংকেত মিছিল
থেকে ছেঁকে নেওয়ার আপাত নিরীহ প্রয়াসেও আলপিন প্রমাণ শূন্যতা ঘাই মেরে গেল
এক/দুই
ফাঁসে জখমি দেহবৃত্তান্তের
সবটুকু পারদ, নিসর্গে বাড়তি
হয়ে আছে। আমায় তবুও আরোগ্য তল্লাশে বেরোতে হয়। ফার্মেসির তামাশায় কাঁধ দিই।
এক্সপায়ারি ডেটে গর্বিত নীল, বাদামি, সবুজ বোতলগুলোতে সেঁটে যাওয়া পর্যন্ত
এক/তিন
পুরনো পাপোশে চেঁছে দেখা
জল আর গর্ত। সেখানেই সিল্কের মত মিহি এক গলবস্ত্র জোছনা থেকে নেমে এসে ভয় দেখায়, দাঁত মেলে। ভালও বাসে
এক/চার
অথচ ছায়ার কাপুরুষ ডেকেই
চলেছে ছুটি পর্যন্ত। ওর আকাঙ্খার ভিজে ভিজে মাটিতে লাট খেয়ে আছে বিম্ব। এ হেন এলেম
ধরে রাখতে গিয়ে সর্পতে রজ্জুভ্রম হতে থাকে!
আমরা
এ সব সামান্যর কারণ জানতে চাই তথাগত
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteখুব ভাল লাগল। এখন এমন একটা সময় চলছে যখন নিজের কথাও নিজে প্রকাশ করতে পারছি না সেইভাবে। কবিতা হ্যাঁ কবিতাই সে স্থান তাকে জায়গা করে দিয়েছে...
ReplyDeleteনভেরা হোসেন, ঢাকা।
ভালো লাগা এক অপূর্ব শিল্প।তাই এই ব্লকে আমার দেওয়া কবিতা পড়তে ভুলে যাবেন না। ধন্যবাদ। শুভেচ্ছা
ReplyDelete