• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, November 20, 2015

শান্তনু বেজ

ফাঁকা রাস্তা

রাজপথ অথবা মেঠোপথ ...
চাকার আধুনিকতায় নামকরণ
সাম্প্রতিক হলে রাজপথ
কার্বনহীন ধূলো মানে দ্বিতীয়
তবে সে ফাঁক ঠিক খুঁজে নিয়ে ফাঁকা হয়..

সব ফাঁকা রাস্তা ত্যাগী হয় না
কিছু ক্রোশের আগেই চোখ অন্ধকার হয়
মেঠোপথে ভূতের ঠিকানা শুরু হয়
রাজপথে মানুষ ও উদ্ভিদের সখ্যতার ঋণ বেড়ে যায়

ল্যাম্পপোষ্টের রাতজাগা আলোয়
না জানি রোজ কত পতঙ্গ আশা হয়ে পোড়ে
আর প্রতিটি মাইল প্রস্তর যেন
বিষুবীয় পথ ধরে স্বপ্নযাত্রা...

ফাঁকা রাস্তা মানে উপুড় করা ধংবসের আকাশ
বৃষ্টি কিছুটা স্বস্তিতে গড়াগড়ি করে
ধূলোগুলো ধড়ফড় থেকে ধড় ফিরে পায়
টুকরো কাঁচগুলোতে অভিভাবক বোধ ফিরে আসে
শেয়ালের পদচিহ্নে অস্পষ্ট গন্ধ লেগে থাকে
আর আগুন্তক সন্তর্পনে সন্ন্যাসব্রত নেয়....

সকালের রক্তের দাগে বিড়ালের জিভ ছিল না
জোৎস্নাও দাগগুলোকে সধবা করেনি
কালচে কিছু বিকৃত সন্ধ্যায় মিশে গেছে
তবুও সীমান্ত রাস্তার আগেই শুরু হয়েছে
এবং রাস্তার শেষ থেকে জাতিস্মর ...
আসলে ফাঁকা রাস্তা বুঝিয়েছে
সীমান্ত শেষ থেকেই শুরু হয়
আর দৃশ্যতঃ দু-প্রান্তভাগ বৃত্তের পরিধি বরাবর পর্যটন
..
অতঃপর সীমান্ত ও ফাঁকা রাস্তা অলিন্দ ও নিলয়ের মত স্বয়ংসম্পূর্ণ কার্যক্রম ...

সব যানবাহন, পথিক, সাইকেল চলে গেলে
পাগলকে নিয়ে আমি শুনশান নির্ঝঞ্ঝাট
আলো পাতলা হওয়া অদূরে তুমি অস্পষ্ট
তবুও রাতের পাতাকে মনের জেদে সবুজ ভাবি
সব একাকী যেন নির্দিষ্ট গোলার্ধের পাওনা
আমি তুন্দ্রা অঞ্চলের ষান্মাসিক রাত্রি যাপন
অথচ চাকা সামনে এলেই এক বুক একলা থাকতে চাওয়ার প্রেমিক-কান্না বোধ আসে

আমার প্রাত্যহিক যাপিত সময়
দ্বৈরথের ভুলভাবে নির্মাণ
ঋতু দিনের আকাশে বদলায়
রাত্রিকালীন আকাশ, মেঘলা আমাকে ভালোবাসে
আমাদের রাতের রঙে রঙিন থাকেনা বলে ...,
-দ্বীপের কাছাকাছি এসে আমরা পাশাপাশি
নির্জন দ্বীপ গুলো চিনে নিই ..
তাই, ফাঁকা রাস্তায় দু প্রান্তের ঘুমঘুম আলেয়া
আমাদের অতিরিক্ত সূর্যের দাবি জানাতে বলে.


My Blogger Tricks

0 comments:

Post a Comment